শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মহিলা’ বলায়ৃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মহিলা’ বলায়ৃ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মহিলা’ বলে সম্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে খোদ ভারতেই।

বাংলাদেশ সফরকালে সন্ত্রাস দমনে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেছিলেন মোদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মোদী বলেছিলেন,‘আমি খুশি যে শেখ হাসিনা এক জন মহিলা হয়েও সন্ত্রাস দমনের প্রশ্নে জিরো টলারেন্সের ডাক দিয়েছেন।’

মোদীর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেসসহ সমালোচনা শুরু হয়েছে ভারতের বিভিন্ন মহলে। অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী এ কথা বলে নারীদের খাটো করেছেন। অন্যদিকে সোনিয়া গান্ধীর দল কংগ্রেস বলছে, সন্ত্রাস মোকাবিলার সঙ্গে একজন নারীর প্রধানমন্ত্রীর পদে থাকার কী সম্পর্ক! তবে সবচেয়ে কর্কশ মন্তব্যটি করেছেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। তার ভাষায়,‘ মোদী যে দেশেই যান, সেখানে এক ফোঁটা চোনা ফেলে আসেন।’

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় মুখ খুলেছে প্রধানমন্ত্রীর সচিবালয়। তারা জানিয়েছে, আসলে এ বক্তব্যের মাধ্যমে নারীদের পক্ষেই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এক জন নারী কত ধরনের প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে এগিয়ে যান তা বোঝাতেই ওই মন্তব্য করেছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদীর যখন জাতিসংঘের সাধারণ সভার অনুষ্ঠানে দেখা হয়েছিল, তখন মোদী বলেছিলেন, ‘বাংলাদেশের জন্মের সঙ্গে আপনার পিতা জড়িয়ে থাকলেও, দেশটাকে প্রকৃত অর্থে গড়েছেন আপনি।’