শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ফের পেছালো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময়। আসছে ১৭ সেপ্টেম্বর নতুন দিন ঠিক করা হয়েছে।

বুধবার এ নতুন এই দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব।

জানা যায়, বুধবার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার দিন ঠিক ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিবেদন না দিয়ে সময় আবেদন করে। আদালত তা আমলে নিয়ে নতুন এ দিন ধার্য করেন।

গেলো বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাবার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। পরে মেরামত করে ৪ ঘণ্টা পর বুদাপেস্টে পৌঁছেন। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি গেলো বছরের ১৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়।