শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ‘প্রধানমন্ত্রীর নির্দেশে হামলা চালানো হয়েছে’

‘প্রধানমন্ত্রীর নির্দেশে হামলা চালানো হয়েছে’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা আওয়ামী লীগের পূর্ব পরিকল্পিত, পুলিশ ও হাছান মাহমুদের বক্তব্যে সেটা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ তিনি বাস্তবায়ন করেছেন। তাদের (আওয়ামী লীগ) মধ্যে গণতন্ত্রের চিহ্ন থাকলে বিএনপির মহাসচিসহ সিনিয়র নেতাদের উপর হামলা করতে পারতো না।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাঈদ হাসান মিন্টু মুক্তি পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক সাঈদ হাসান মিন্টুর মুক্তি দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।

আওয়ামী লীগ নেতাদের মিথ্যা বলা একটা পেশা বলে আখ্যা দিয়ে রিজভী আহমেদ বলেন, সরকারের লোকেরা চোখে পট্টি লাগিয়ে কথা বলে, তারা এমন পদার্থ ডাহা মিথ্যাকে সত্য বানিয়ে ফেলে আবার ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে ফেলে। তাদের মধ্যে একজন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ একজন শিক্ষিত মিথ্যাবাদী। তাদের কথা এখন আর কেউ বিশ্বাস করে না।

আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করছে জানিয়ে রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের গুম, খুন, হত্যা নির্যাতন করে আওয়ামী যে মানবতাবিরোধী করছে তার প্রতিশোধ জাতীয়তাবাদী শক্তি নিবেই। বাংলার মাটিতে তাদের বিচার হবেই।

তিনি বলেন, যদি এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন অব্যাহত রাখে গ্রেফতার বাণিজ্য বন্ধ না করে তাহলে জেলের তালা ভাঙ্গার কর্মসূচি দিতে বাধ্য হবে বিএনপি। শুধু মানববন্ধন করলে এ সরকারের টনক নড়বে না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল,সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার,বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ প্রমুখ।