রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘প্রধানমন্ত্রীর দাওয়াতে যাচ্ছি, দাবি না মানলে আন্দোলন চলবে’

‘প্রধানমন্ত্রীর দাওয়াতে যাচ্ছি, দাবি না মানলে আন্দোলন চলবে’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: বেতন কাঠামো নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতারা আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত এক সপ্তাহ ধরে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ভাষায় ঘোষিত নতুন বেতন স্কেলের অসঙ্গতির প্রতিবাদে ক্লাস বর্জন করছেন।

রবিবারে শিক্ষকদের দাবি দাওয়া সংবলিত একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন আন্দোলনরতরা। এর পরই প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের সাক্ষাতের সম্ভাবনা বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ আলম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বিকেলে চায়ের দাওয়াত দিয়েছেন। সেখানে আন্দোলনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে কিনা সেটা জানিনা। কারণ এই চা চক্রে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন জনকে দাওয়াত করা হয়েছে। তবে যেহেতু আমরা একটা আন্দোলনের মধ্যে আছি, সেহেতু শিক্ষক ফেডারেশনের দাওয়াত করার মধ্যে একটা তাৎপর্য আছে। যদি সুযোগ পাই তাহলে আমরা আমাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব।’

আপনাদের দাবির বিষয়ে কোন ছাড় দিতে রাজি আছেন কিংবা দাবির বিষয়ে কোন দর কষাকষির সুযোগ আছে এ প্রসঙ্গে মাকসুদ আলম বলেন, শিক্ষকদের দাবির বিষয়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের দাবি-দাওয়া শিক্ষা মন্ত্রণালয়ে দিয়ে এসেছি। সেখানে আলাপ আলোচনা করে আমাদের মতামত উপস্থাপন করেছি। তারপরেও যেটি অবশিষ্ট থাকে সেটা হল আলাপ আলোচনার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার জন্য যাতে মঙ্গলজনক হয় আমরা সে কাজটি করব।

সরকারের দিক থেকে কোন প্রকার ইঙ্গিত পেয়েছেন কিনা এ বিষয়ে মাকসুদ আলম বলেন, ‘আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে সরকারের তরফ থেকে চাওয়া হচ্ছে বিষয়টির একটি সম্মানজনক সমাধান। সরকারের বিভিন্ন মহলে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করে মনে হয়েছে বিষয়টা সমাধানের দিকেই আমরা আগাচ্ছি।’

বিষয়াটা সমাধান হতে যদি সময় লাগে তাহলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা এ প্রসঙ্গে মাকসুদ আলম বলেন, ‘আন্দোলন চালিয়ে যাব কিনা সেটা নির্ভর করে সরকার কিভাবে সমাধান করতে চায় তার উপরে। সরকার প্রধানের পক্ষ থেকে যদি সমাধানের প্রস্তাব আসে পাশাপাশি তা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয় তাহলে এক ধরনের ব্যবস্থা। আর যদি সুনির্দিষ্ট কোন নির্দেশনা এবং পরামর্শ দেওয়া না হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। কিন্তু আমরা চাই একটা সমাধান হোক। যদি আমরা পুরোপুরি নিশ্চিত হই যে সমাধান হবে তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসার চিন্তাভাবনা করব।’

দৃশ্যমান আশ্বাস বলতে আপনারা কী বোঝাচ্ছেন এ প্রসঙ্গে মাকসুদ আলম বলেন, এটি অর্থমন্ত্রণালয় থেকে হোক, শিক্ষা মন্ত্রণালয় থেকে হোক বা দায়িত্বশীল কোন মন্ত্রণালয় থেকে কোন প্রজ্ঞাপন দেওয়া হয় যে আমরা এত দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করব তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসব। আমরা যতদূর জানি বিষয়টি নিষ্পত্তির জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন নেই। তবে যেহেতু আমরা একটা প্যাকেজ দিয়েছি সেটা নিয়ে নীতি নির্ধারণী মহলে আলোচনার প্রয়োজন আছে। আমরা যেভাবে প্রস্তাবনা দিয়েছি তাতে দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করা সম্ভব। (বিবিসি বাংলা)