রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর অনুদান পেলেন চকবাজারে দগ্ধরা

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন চকবাজারে দগ্ধরা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সহায়তা তুলে দেন।
এরআগে ডা. সামন্ত লাল জানিয়েছিলেন, বার্ন ইউনিটে ৯ জন এবং দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ১১ জনের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। এ সহায়তা তাদের চিকিৎসা ব্যয়ের বাইরে।

চিকিৎসাধীনদের মধ্যে ১০ জনের পরিবারের সদস্যের হাতে ও একজন রোগীর হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুযারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন।