স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ার অপরাধে এক ইমামকে আটক করেছে পুলিশ।
রোববার পার্বত্য এলাকা খাগড়াছড়ি থেকে ওই ইমামকে আটক করা হয়। আটককৃত আবদুল কাইয়ুম ফতেহপুরী হাটহাজারী উপজেলা ফতেপুর ইউনিয়নের লতিফপাড়া এলাকার আবদুল মালেকের সন্তান।
হাটহাজারি মডেল থানার ওসি মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেয়ায় উপজেলা সভাপতির আরিফুর রহমান রাসেল এর করা মামলায় ওই ইমামকে আটক করা হয়েছে।