সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি

প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
একই সঙ্গে দৈনিক প্রথম আলোর সম্পাদককে আগামী দুই দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেন তারা। প্রয়োজনে প্রথম আলোর প্রচার সংখ্যা শূন্যতে নামিয়ে আনা হবে বলেও হুমকি দেন তারা।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসির) সামনে এক সমাবেশে তারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকা হিসেবে প্রথম আলো কর্তৃক বাংলাদেশের ইতিহাস বিকৃতি করা মোটেই গ্রহণযোগ্য নয়। শীর্ষ প্রকাশনা হিসেবে প্রথম আলো যদি এ রকম প্রোপাগান্ডা চালায় তাহলে ঢাবির শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

তারা আরো বলেন, প্রথম আলো সব সময় দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে। এর আগেও তারা এ রকম সংবাদ প্রচার করে জাতির কাছে ক্ষমা চেয়েছে।

তারা বলেন, এবারো প্রথম আলোর সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমোদিত সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস), ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক্স সোসাইটি (ডিইউপিএস), ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি, জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন, ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং সোসাইটি, স্লোগান ৭১, প্রভাতফেরীসহ টিএসসি ভিত্তিক সকল সাস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ‘প্রথম আলো দিন বদলের কথা বলে ইতিহাস বদল করে’, ‘বদলে যাও বদলে দাও বলে ইতিহাস বদল কেন’, ‘ইতিহাস বিকৃতির দায়ে মতিউরকে গ্রেফতার কর’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা যায়।