রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > প্রতিহতের ভয়ে হরতাল প্রত্যাহার করেছে শিবির

প্রতিহতের ভয়ে হরতাল প্রত্যাহার করেছে শিবির

শেয়ার করুন

চাঁদপুর প্রতিনিধি ॥ শিবিরের ডাকা রোববারের হরতাল প্রত্যাহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, বৈরি আবহাওয়া নয়, যুবসম্প্রদায় প্রতিহত করবে জেনে হরতাল প্রত্যাহার করেছে শিবির।

তিনি বলেন, ‘‘তারা জানতে পেরেছে এ হরতাল দেশের প্রতিটি স্থানে যুব সম্প্রদায় বা যুবলীগ মোকাবেলা করবে। তারা ভীত হয়ে হরতাল প্রত্যাহার করেছে।’’

শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘ভবিষ্যতে তারা যাতে এ ধরনের হরতাল না করতে পারে, জনসাধারণের জীবন বিপর্যন্ত না করতে পারে, তার জন্যে দেশে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইউসুফ গাজী, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব আলী পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া প্রমূখ।

এরআগে স্বরাষ্ট্রমন্ত্রী হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের ১১ কিমি পাকাকরণ কাজের উদ্বোধন করেন।