শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্ত অবস্থান যাবে বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্ত অবস্থান যাবে বিএনপি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
নির্বাচনকে সামনে রেখে জোরদার আন্দোলন শুরু করবে বিএনপি। এই মুহূর্তে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামে সক্রিয় হওয়ার বিকল্প নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। এছাড়া সম্প্রতি যুবদল ও স্বেচ্ছাবেক দলেরও নতুন কমিটি হয়েছে। এর ফলে দলীয় কার্যালয়ের ভেতরে রুটিন সভা-সমাবেশের বাইরে এসে রাজপথে শক্ত অবস্থান নেওয়ার এখনই চূড়ান্ত সময় বলেও মনে করছেন দলটির চট্টগ্রামের নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর নগরীর লালদিঘী ময়দানে সমাবেশ করতে চায় চট্টগ্রাম মহানগর বিএনপি। এর মধ্য দিয়ে নিস্ক্রিয় অবস্থা কাটিয়ে রাজপথে সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে দলটি। তবে এসব বিষয় প্রকাশ্যে আনলে পুলিশের ধরপাকড় শুরুর আশঙ্কায় বিএনপি নেতারা মুখ খুলতেও রাজি নন।

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। নিয়মতান্ত্রিক রাজনীতির কথা মাথায় রেখেই আমরা লালদিঘীর ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের আবেদন করেছি। অতীতেও আমরা এই ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম করেছি। আমরা আশা করছি, অবশ্যই পুলিশ আমাদের সমাবেশ করার অনুমতি দেবে।এই অবস্থায় সিএমপি কমিশনারের সঙ্গে নগর বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৯ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে নাসিমন ভবনে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা আছে। সেখানে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত এপ্রিলেও লালদিঘী ময়দানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে সিএমপিতে আবেদন করেছিল চট্টগ্রাম মহানগর বিএনপি। কিন্তু অনুমতি না পেয়ে দলীয় কার্যালয় নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনের সামনে সমাবেশ করে। ওই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

এর আগে ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাত সংক্রান্ত মামলার রায়ের দিনও দলীয় কার্যালয়ের বাইরে কোন অবস্থান ছিল না বিএনপির নেতাকর্মীদের।

নগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মতে, যুবদল ও স্বেচ্ছাসেবক দলে অতীতে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ছাত্রদলের নেতারা স্থান পেয়েছেন। এই অবস্থায় নগর বিএনপির নেতারা যদি ওয়ার্ড ও থানা পর্যায় থেকে নেতাকর্মীদের সংগঠিত করতে পারেন, তাহলে চট্টগ্রামে দল সক্রিয় হবে এবং জোরালোভাবে কর্মসূচি পালন করতে পারবে।

নগর বিএনপির এক নেতা বলেন, চট্টগ্রামকে আমরা বিএনপির ঘাঁটি বলি। যদিও আমাদের শত, শত নেতাকর্মী বিভিন্ন মামলায় জেলে আছেন, এরপরও বিএনপির লাখো নেতাকর্মী, সমর্থক এখনও আছেন। উপর থেকে নেতারা যদি সবাইকে এক করতে পারেন, তাহলে দল নাসিমন ভবন থেকে বের হয়ে রাজপথে আসতে পারবে।

আমরা প্রতিষ্ঠবার্ষিকীটা ভালোভাবে করতে চাই। এ জন্য আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা আসতেও পারেন, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা অনুমতির জন্য আবেদন করেছি। সূত্র : সারাবাংলা