শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রচারণা শেষ, সেনা মোতায়েন আজ ভোট ঘিরে শঙ্কা

প্রচারণা শেষ, সেনা মোতায়েন আজ ভোট ঘিরে শঙ্কা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনের আর একদিন বাকি। এ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-আতঙ্ক। বিভিন্ন উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাত-সংঘর্ষে খোদ নির্বাচন কমিশনই আশঙ্কা প্রকাশ করেছে সহিংসতার। তৃতীয় পর্বে ৮১ উপজেলায় নির্বাচন হচ্ছে। ১ম ও ২য় ধাপের নির্বাচনের চেয়ে ৩য় ধাপের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বেশি থাকায় এ ধাপের নির্বাচনে সহিংসতা বেশি হওয়ার আশঙ্কা করছে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় ধাপের ৮১ উপজেলার মধ্যে ৪৭ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৭৯ জন। আর বিএনপির বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ৩৬ উপজেলায় ৬০। ৩য় ধাপের নির্বাচনের পূর্বেই গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন। এ উপজেলায় সরকারি দলের দুই প্রার্থীর সমর্থকদের অস্ত্রবাজির ঘটনায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে ১৬ জন আহত হন। গাজীপুরের শ্রীপুর উপজেলার নির্বাচন বন্ধ করেছে ইসি। ৩য় ধাপের নির্বাচনে সহিংসতা এড়াতে দুই ধাপের নির্বাচনের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানোর পরিকল্পনা করেছে ইসি। আজ (বৃহস্পতিবার) আইনশৃঙ্খলা বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। বুধবার ইসি সচিবালয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন, এক ধাপের নির্বাচনের ফলাফল অন্য ধাপে প্রভাবিত হওার কারণেই নির্বাচনে সহিংসতা বাড়ছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা না হওয়াটা অস্বাভাবিক বরং হওয়াটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন এ নির্বাচন কমিশনার। উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা হয়রানি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত-বিএনপিকে হয়রানি করা হলে তারা নির্বাচনে ভাল করছে কিভাবে? আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করছে। এ যদি হয়ে থাকে এটা আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব ব্যাপার। উপজেলা নির্বাচন নিয়ে ইসির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলেই সঠিকভাবে নির্বাচন হচ্ছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীর ব্যাপক সহযোগিতা করেছে বলেও জানান তিনি। এদিকে ৩য় ধাপের নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ থেকে মাঠে থাকছে সেনাবাহিনী। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে মোট পাঁচদিন তারা নির্বাচনী দায়িত্ব পালন করবে। প্রতি উপজেলায় ১ প্লাটুন করে সেনাবাহিনীর সদস্য টহল দেবেন। বড় উপজেলায় এ সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি প্রতি উপজেলায় সেনাবাহিনীর দুই থেকে তিনটি গাড়ি টহলে থাকবে। সঙ্গে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ও একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। এছাড়া মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত পরিমাণ র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। এছাড়া প্রতি কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (মহিলা-৪, পুরুষ-৬ জন) এবং আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে। ঝুঁকিপূর্ণ, পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল ও হাওর এলাকায় এ সংখ্যা শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে ২ জন হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৩২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মধ্যরাতেই শেষ হচ্ছে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা। একই সঙ্গে বন্ধ হচ্ছে সব ধরনের যান্ত্রিক যান চলাচল। ১৫ই মার্চ ভোটগ্রহণ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে নির্বাচনী এলাকায়। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
প্রার্থী, ভোটকেন্দ্র, ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা
৮১ উপজেলায় মোট ১১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪১৯, ভাইস চেয়ারম্যান পদে ৪২৩ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭৭ জন। মোট ভোটার ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫ লাখ ৬৭ হাজার ৮৩২ জন, মহিলা ভোটার ৬৬ লাখ ১৭ হাজার ১৮১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৪৫৬টি, ভোটকক্ষ ৩৮ হাজার ১৮৯টি। প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকেন্দ্রে একজন করে ৫৪৫৬ জন। সহকারী প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য এক জন করে মোট ৩৮ হাজার ১৮৯ জন। পোলিং অফিসার সংখ্যা ৭৬ হাজার ৩৭৮ জন দায়িত্ব পালন করবেন। এ ছাড়া চতুর্থ ধাপে ৯২ উপজেলায় ২৩শে মার্চ ও ৫ম ধাপের ৭৪ উপজেলায় ৩১ মার্চ অনুষ্ঠিত হবে
টাঙ্গাইল-৮ উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বৈঠক আজ
দশম জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল-৮ শূন্য আসনে উপ-নির্বাচনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন (্ইসি) আজ বৈঠকে বসছে। সকাল ১১টায় ইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। টাঙ্গাইল-৮ সংসদীয় আসনের সরকার দলীয় এমপি শওকত মোমেন শাহজাহান গত ২০শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্বে থাকা কমিশনার আবদুল মোবারকের নেতৃত্বে তিন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপার রাজশাহী, ঢাকা বিভাগীয় কমিশনার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল অব স্টাফ, পুলিশের আইজি, বিজিবির মহাপরিচালক, আনসারের মহাপরিচালক, এনএসআই-এর ডিজি, ডিজিএফআই ডিজি, ডিবি ডিজি ও কোস্টগার্ডসহ সব ফোর্সের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, আগামী ২৯শে মার্চ এ শূন্য আসনে ভোটগ্রহণ হবে।