রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ হচ্ছে গোয়ায়

প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ হচ্ছে গোয়ায়

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
সাড়ে ৪’শ বছর ধরে পর্তুগিজ শাসনের কারনে ওই দেশের সংস্কৃতির প্রভাব দেখা যায় ভারতের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গোয়া’তে। ভারতের অন্য কোথাও এতোটা পশ্চিমা সাংস্কৃতিক পরিবেশ বিরাজ করে না, যতোটা গোয়া’তে আছে। তাই প্রকাশ্যে মদ্যপান সেখানে খুবই স্বাভাবিক দৃশ্য। তবে সম্প্রতি প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করা হবে গোয়া রাজ্যে। সংশ্লিষ্ট আইনের প্রয়োজনীয় সংশোধনী আগামী মাসে করা হবে বলে জানা গেছে।

স্থানীয় মুখ্যমন্ত্রী মনোহর পারিকর বলেন, ‘মদ্যপ অবস্থায় হঠাৎ উপদ্রব নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমাদের রাজ্যে প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করার সীদ্ধান্ত নিয়েছি।’

পানাজি’র এক অনুষ্ঠানে পারিকর বলেন, ‘পাবলিক জায়গায় মদ্যপান নিষিদ্ধকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। অক্টোবরের শেষদিকে আমরা বিদ্যমান আইন সংশোধন করব।’

রাজ্য সরকার বর্তমানে ১৯৬৪ সালের ‘গোয়া, দামান অ্যান্ড দিউ এক্সারসাইজ অ্যাক্ট’ এর অধীনে মদ কারখানায় লাইসেন্স প্রদানকার্য পরিচালনা করছে। ইতিমধ্যে সমুদ্র সৈকত সহ উল্লেখযোগ্য পাবলিক জায়গায় প্রকাশ্য মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করেছে কিছু হোটেল ও রিসোর্ট। এনডিটিভি