সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রকল্প অনুমোদনের ক্ষমতা পাচ্ছেন জেলা পরিষদ প্রতিনিধিরা

প্রকল্প অনুমোদনের ক্ষমতা পাচ্ছেন জেলা পরিষদ প্রতিনিধিরা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা প্রকল্প অনুমোদন ও কাজ সমন্বয়ের ক্ষমতা পাবেন। এর আগে কর্মপরিধি বৃদ্ধির জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, জেলা পরিষদ ও স্থানীয় সরকারকে শক্তিশালী করতে প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে।

নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা ১৩১ বছর পর জেলা পরিষদের দায়িত্ব পেলেন। নির্বাচিতরা শপথ নিলেও পদমর্যাদা ও কাজের পরিধি এখনো অস্পষ্ট। তারা বলছেন, এখন পর্যন্ত নির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায় নি। তবে অচিরেই এ সম্বন্ধে স্পষ্ট ধরাণা দেয়া হবে।

গতবছর  জেলা পরিষদের বাজেট তিন গুন বাড়ানো হয়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগনের আর্থ সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে তাদের।

স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের পর্যায়ক্রমে কর্ম সমন্বয়ের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের দেয়া হবে। প্রকল্প অনুমোদনের ক্ষমতাও পর্যায়ক্রমে দেয়া হবে।

পদমর্যাদা ও ক্ষমতার কথা না ভেবে কাজের মাধ্যমে জনগনের আস্থা অর্জনের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।