শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > পৌষের বৃষ্টিতে শীতের তীব্রতা বৃদ্ধি

পৌষের বৃষ্টিতে শীতের তীব্রতা বৃদ্ধি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

পৌষ মাসের শুরুতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিতে শীত আরও জেঁকে বসবে।শৈত্য প্রবাহ আর বৃষ্টির কারনে রাতে শীত বেশি অনুভূত হবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। দুই একদিনের মধ্যে তাপমাত্রা আরও কমবে। শৈত্য প্রবাহের কারনে ভারী কুয়াশা পড়তে পারে। শৈত্যপ্রবাহের কারনে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ এবারও বেড়েছে। এই শীতের তীব্রতা দু-একদিনের মধ্যে আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে গত সপ্তাহে শুরু হওয়া শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার থেকে দেশের ২১ জেলায় হালকা ও মাঝারী ধরনের শৈত্য প্রবাহ শুরু হয়েছে। শৈত্য প্রবাহের কারনে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা হ্রাস পেয়েছে।
এদিকে শুক্রবার দিনের বেলাতেও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে। আজকালের মধ্যে বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসের শুরুতে আরেকটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। সেসময় সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।