শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘পোশাকশিল্পে বৈপ্লবিক পরিবর্তন এসেছে’

‘পোশাকশিল্পে বৈপ্লবিক পরিবর্তন এসেছে’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি মনে করছে রানা প্লাজা দুর্ঘটনার পরে গত তিন বছরে বাংলাদেশের পোশাক খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সংস্থাটি আজই ঢাকায় এক অনুষ্ঠানে তৈরি পোশাক খাতে সুশাসন বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে।
বিবিসি বাংলার ভোরের অধিবেশনে দেওয়া এক সাক্ষাৎকারে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন অনেক অগ্রগতি হয়েছে, তবে আরও অনেক দূর যেতে হবে। তিন বছর আগে সাভারে রানা প্লাজা ধ্বসে ১১ শ’র বেশি শ্রমিকের প্রাণ হারানোর পর এ খাতে শ্রমিকদের নিরাপত্তা ও কারখানাগুলোর কর্মপরিবেশ নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। ড. ইফতেখারুজ্জামান বলছেন, নিরাপত্তা ও শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট সহ সার্বিকভাবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। অন্য কোনো দেশে এত বড় খাতে এত অল্প সময়ে এমন ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সেটাও দেখার বিষয় হতে পারে। তবে এর মধ্যেই কিছু ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার মতে বিজিএমইএ’র সাথে সংশ্লিষ্ট নয় এমন সাত শ’র মতো কারখানায় সংস্কার হয়নি।