শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পূবাইল চেকপোস্টে পিস্তলসহ দুই যুবক আটক

পূবাইল চেকপোস্টে পিস্তলসহ দুই যুবক আটক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: পূবাইল কলেজ গেটে চেকপোস্টে গত বুধবার দিবাগত গভীর রাতে পুলিশের সাথে ধস্তাধস্তিতে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক।

যুবকের নাম মো: মুসা (২০)। তিনি কুমিল্লার হোমনা থানার গণিয়াচর এলাকার মঙ্গল মিয়ার পুত্র। মুসা এখন গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মুসার সঙ্গী মোস্তাফিজুর রহমান (২২) নামে আরো একজনকেও রাতে আটক করেছে পুলিশ। সে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের রোষাদিয়া এলাকার আকবর হোসেন সরকারের পুত্র।

পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন ভূইয়া জানান, পূবাইল কলেজ গেটে রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল পুলিশ। রাত আড়াইটার দিকে একটি সিএনজি থামালে সিএনজি থেকে নেমে মুসা নামের এক যুবক পালনোর চেষ্টা করে। এ সময় পুলিশ মুসাকে ঝাপটে ধরলে সে কোমরে থাকা পিস্তল বের করার চেষ্টাকালে ধস্তাধস্তির এক পর্যায়ে পিস্তল থেকে এক রাউন্ড গুলি বের হয়ে তার (মুসার) উরু এবং অন্ডকোষে বিদ্ধ হয়। পরে তিন রাউন্ড গুলি ও পিস্তলসহ তাকে আটক করা হয়। এসময় সিএনজিতে থাকা অপর যুবক মোস্তাফিজুর রহমানকেও একটি অত্যাধুনিক সুইচগিয়ার চাকুসহ আটক করা হয়।