শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পুলিশ দেশ বিনির্মাণে অবদান রেখে চলেছে

পুলিশ দেশ বিনির্মাণে অবদান রেখে চলেছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধে পুলিশের আত্মত্যাগ বাঙালি জাতি চিরদিন স্মরণ করবে। স্বাধীনতা যুদ্ধে যেমন তারা অবদান রেখেছে ঠিক তেমনি অবদান এখনো দেশ বিনির্মাণে সমভাবে রেখে চলেছে।’

মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় রাজারবাগ পুলিশ লাইনসে স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্বে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার জন্য পুলিশ বাহিনীর যে আত্মত্যাগ, যতদিন বাংলার আকাশে পতাকাটা পতপত করে উড়বে ততদিন তাদের এ অবদান বাঙালি স্মরণ করবে।’

তিনি আরো বলেন, ‘শুধু স্বাধীনতা যুদ্ধে নয়, তারা আজ সর্বক্ষেত্রে সফলতার পরিচয় দিয়ে যাচ্ছে। সর্ব জায়গায় ভূমিকা নিচ্ছে। তাতে দেশ আরো এগিয়ে যেতে পারে।’

শ্রদ্ধা নিবেদনকালে পুলিশের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।