রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পুলিশের গুলিতে নির্মাণ শ্রমিক নিহত

পুলিশের গুলিতে নির্মাণ শ্রমিক নিহত

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ॥ জেলার জগাইমোড়ে বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাক্কমান। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামের সমেদ আলীর ছেলে।

মঙ্গলবার সকালে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও চেম্বার অব কমার্সের পরিচালক নুর কায়েম সবুজকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় জগাইমোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নির্মাণ শ্রমিক সাক্কমান পুলিশের গুলিতে মারা যান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু পুলিশের গুলিতে নিহত সাক্কমানকে দলীয় কর্মী বলে দাবি করেছেন।

এদিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারের অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশ বিএনপির সুলতান, আলম ও আলীম নামে ৩ কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের রাবার বুলেটে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হবার খবর পাওয়া গেছে।