শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পুলিশের গাড়িতে আগুন, আনসার দগ্ধ

পুলিশের গাড়িতে আগুন, আনসার দগ্ধ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক আনসার সদস্য দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ আনসার সদস্য মনোয়ার হোসেন (৪৫) জানান, কদমতলীর লাল মসজিদের পাশে ভোর সাড়ে পাঁচটার দিকে একটি গাড়ি রিকুইজিশন করে তিনি একাই থানার দিকে যাচ্ছিলেন। এসময় একদল ছেলে এসে প্রথমে গাড়িটি ভাঙচুর করে। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার দু’হাত ও মুখমণ্ডল সামান্য ঝলসে যায়।

আহত অবস্থায় কদমতলী থানার এসআই মিজানুর রহমান তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। তার শরীরের ৩% পুড়েছে।

মনোয়ার জানান, তিনি কদমতলী থানার মেছে থাকেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের ছোট বাগড়া।

উল্লেখ্য, ৫ জানুয়ারি বিএনপিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশ মকবরতে না দেয়ায় এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে।