বাংলাভূমি ডেস্ক ॥
মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে সোমবার (১১ জুন) সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন শাহজাহান বাচ্চু (৬০)। এসময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন সিরাজদিখান থানার এএসআই মাসুম আলী। শব্দ শুনে তিনি মোটরসাইকেল থামান এবং দেখতে পান রাস্তার ওপরে এক লোক পড়ে আছেন। কাছেই ছিল হত্যাকারীরা। ইউনিফর্ম পড়া পুলিশ (মাসুম) দেখে তাদের একজন বলে, ‘গুলি করে দে, পুলিশকে গুলি করে দে’।
প্রত্যক্ষদর্শী এএসআই মাসুম আলী এ তথ্য জানান।
তিনি বলেন, ডিউটি শেষে আমি ওই রাস্তা ধরে মোটরসাইকেলে থানায় যাচ্ছিলাম। এমন সময় একটা শব্দ পাই। আরও কিছু দূর সামনে গিয়ে রাস্তার ওপরে একজন মানুষকে পড়ে থাকতে দেখি। মোটরসাইকেল থেকে আমি নেমে দাঁড়াই। প্রথমে ভেবেছিলাম বৈদ্যুতিক দুর্ঘটনার কোনও ব্যাপার। কারণ, পাশেই একটা বিদ্যুতের খুঁটি আছে।
এএসআই মাসুম আলী বলেন, এরপর একটু দূরে দেখি একজন (ঘাতক) মোটরসাইকেলে উঠতেছে। আরেকটা একটা মোটরসাইকেলে একজন বসা এবং দুজন দাঁড়িয়ে আছে। তখন আমিতো আর প্রস্তুত ছিলাম না। তারা যখন দেখছে পোশাক পরিহিত একজন পুলিশ, তখন তাদের একজন বলে, ‘গুলি করে দে, পুলিশকে গুলি করে দে’। আমি সঙ্গে সঙ্গে নিজের মোটরসাইকেলের আড়ালে অবস্হান নেই। এরপর তারা ব্যাগ থেকে একটা বোমা বের করে রাস্তায় ফাঁটিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায় হত্যাকারীরা। বাংলা ট্রিবিউন