শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পুরুষের কাছে মেয়েবন্ধুর চেয়ে নতুন আইফোন বেশি পছন্দ

পুরুষের কাছে মেয়েবন্ধুর চেয়ে নতুন আইফোন বেশি পছন্দ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ নতুন আইফোন ৫এস না মেয়েবন্ধু? এ প্রশ্নের জবাবে এক-অষ্টমাংশ নিঃসঙ্গ পুরুষ বেছে নিয়েছেন নতুন আইফোনটিকেই। ব্রিটিশ ডিসকাউন্ট অফার সাইট সেলল্যান্ডের এক জরিপে এ চমকপ্রদ তথ্য ওঠে এসেছে। খবর ইয়াহুর।

সম্প্রতি ৫৫০ জন নিঃসঙ্গ পুরুষের ওপর অনলাইনে এ জরিপ চালানো হয়। দেখা গেছে, ৩ শতাংশ পুরুষ নতুন একটি আইফোন পেতে তাদের সঙ্গিনীকে ত্যাগ করতেও রাজি।

সেলল্যান্ডের এক মুখপাত্র বলেন, কারোরই কল্পনায় ছিল না, প্রতি আটজনের মধ্যে একজন মানবিক সম্পর্কের চেয়ে যন্ত্রের প্রতি বেশি আকৃষ্ট হবে; আবার ৩ শতাংশ পুরুষ আইফোন পেতে সঙ্গিনীকে ত্যাগ করতে রাজি, তাও কারো জানা ছিল না।

সেলল্যান্ড জানায়, তাদের এ জরিপে অংশগ্রহণকারীরা সম্ভবত একটু বাড়িয়েই বলেছেন। কিন্তু অ্যাপল প্রোগ্রামররা এ ধরনের পুরুষের জন্যও অ্যাপ তৈরি করে ফেলেছেন। অ্যাপ স্টোরে আছে ‘মাই ভার্চুয়াল গার্লফ্রেন্ড’ নামের বিশেষ একটি অ্যাপ। এখানে একটি থ্রিডি অবতারের সঙ্গে প্রেমালাপ করা যাবে। অনেক প্রযুক্তি পাগলের জন্য এটাই মেয়েবন্ধুর কাজ দেবে বলে দাবি নির্মাতাদের। এমনকি এ অ্যাপের ই-গার্লফ্রেন্ডের চেহারা হিসেবে পুরনো মেয়েবন্ধুর ছবিও বসানো যাবে।