বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পিয়ানো শিখছেন শ্রদ্ধা কাপুর

পিয়ানো শিখছেন শ্রদ্ধা কাপুর

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: মুম্বাইয়ের রক ব্যান্ড ম্যাজিক। এই দলের চার সদস্য-আদিত্য, জো, কেদার ও রব। সাত বছর আগে শেষ কনসার্টটা করেছিলেন তাঁরা। দলটি আবার পর্দায় ফিরতে যাচ্ছে ‘রক অন ২’-তে। তবে দলে এবার সদস্যসংখ্যা বাড়ছে। নতুন সদস্যটি বাজাবেন পিয়ানো। আর সেটার দায়িত্ব পাচ্ছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। পুরো বিষয়টি সিনেমার পর্দায় হলেও সেটা বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন শ্রদ্ধা। সেটা এতটাই যে দিনে ১৪ ঘণ্টা প্রশিক্ষণ নিচ্ছেন এই অভিনেত্রী। একজন প্রশিক্ষকও রেখেছেন তিনি। শুধু তা-ই নয়, প্রোডাকশন হাউস থেকে সরবরাহ করা হয়েছে দু-দুটি ইলেকট্রনিক পিয়ানোও। পুরো বিষয়টি মিডিয়ার কাছে স্বীকার করে শ্রদ্ধার বাবা অভিনেতা শক্তি কাপুর বলেন, ‘সেই সকাল ৮টা থেকে শোনা যায় পিয়ানোর আওয়াজ। বুঝতে পারি, মেয়েটার অনুশীলন শুরু হয়ে গেছে। এবার সিনেমায় ওর পিয়ানো বাজানো দেখে মনে হবে না যে অভিনয় করছে। ভাবতেই তো বেশ ভালো লাগছে।’

নিজের সংগীতজ্ঞান নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী, ‘আনুষ্ঠানিক কোনো সংগীত প্রশিক্ষণ না থাকলেও আমি একজন জ্যাজ গায়িকার কাছে শেখা শুরু করেছি। তিনি অসাধারণ। এই ছবিতে আমাকে গুনগুন করে কয়েকটি গান গাইতে দেখবেন দশর্ক।’ জানা গেছে, ‘রক অন ২’-তে শংকর-এহসান-লয়ের সুরে ফারহান আখতারের সঙ্গে গাইবেন শ্রদ্ধা কাপুর।