শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পিলখানায় সেনা হত্যায় হাসিনা-মঈন দায়ী

পিলখানায় সেনা হত্যায় হাসিনা-মঈন দায়ী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ পিলখানা হত্যাকাণ্ডকে বড় ধরণের ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘কোথা থেকে হয়েছে সেটা বলবো না। তবে এ ঘটনায় শেখ হাসিনা এবং মঈন দায়ী।’ এ জন্য ভবিষ্যতে তাদের বিচারের মুখোমুখি করার কথা বলেন তিনি।

খালেদা বলেন, ‘অনেকেরই তো জন্মদিন, মৃত্যুদিন পালন করা হয়। পিলখানার ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে। তাই এ দিনটাকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানাচ্ছি। অনেকেই এ বিষয়ে একমত হবেন।’

সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেশের উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থানের জন্য তার দল ফর্মুলা তৈরি করছে জানিয়ে তিনি সরকারের বিভিন্ন অনিয়মের কঠোর সমালোচনা করেন।

খালেদা জিয়া বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই, জনগণ আমাদের সঙ্গে আছে। এবারের আন্দোলনের মাধ্যমে অত্যাচারী সরকারকে বিদায় করা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের চেয়ে খালেদা জিয়ার সমাবেশে বেশি লোকসমাগম হয়েছে এমন দাবি করে বিএনপি প্রধান বলেন, ‘২৯ তারিখে আমরা কুমিল্লায় সমাবেশ করেছি। হাসিনা হবিগঞ্জে সমাবেশ করেছে। আমাদের সমাবেশে জনগণ বেশি অংশ গ্রহণ করেছে। তার সমাবেশে গার্মেন্টসকর্মী আর ভিডিপি আনসাররা ছিল।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আজকে মুক্তিযোদ্ধারা ভালো নেই। তারা অবহেলিত, তাদের সম্মান নেই। ফার্মগেটে মুক্তিযোদ্ধাদের তালিকায় জিয়াউর রহমানের নাম ফলক মুছে ফেলা হয়েছে।’ বর্তমান সংসদের কার্যক্রম ভবিষ্যতে অকার্যকর করার কথা বলেন সাবেক এই সংসদ নেতা।

র‌্যাব-পুলিশ, ডিবি, দুদক, বিচার বিভাগ, সেনাবাহিনীতে দলীয়করণের অভিযোগ এনে সরকারের সমালোচনা করেন তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মাসব্যাপী কর্মসূচি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি হাফিজ উদ্দিন, শমসের মবিন , উপদেষ্টা পরিষদের সদস্য শাজাহান ওমর, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ প্রমুখ উপস্থিত ছিলেন।