শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > পিচিচি ফিরছে মেসির ঘরে

পিচিচি ফিরছে মেসির ঘরে

শেয়ার করুন

স্পোর্ঠস ডেস্ক ॥
সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ছুঁয়ে দেখেছিলেন লিওনেল মেসি। এবার আবার তার কাছে সেটি ফিরছে।

বার্সার হয়ে স্পেনের শীর্ষ এই লিগে ৩৭টি গোল করেছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা সুয়ারেজের চেয়ে আট গোলে এগিয়ে থেকে চতুর্থবারের মতো তিনি এই পুরস্কার জিতছেন। রিয়াল তারকা রোনালদো ২৫ গোল করে তৃতীয় ¯’ানে আছেন।

এই তিনজনই লা লিগার শেষদিন গোলের দেখা পান। এইবারের বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে মেসি জোড়া গোল করেন। এদিন তিনি একটি পেনাল্টিও মিস করেন।

শিরোপা জিততে মালাগাকে হারানোর ম্যাচে রোনালদোও গোল করেন।

পিচিচি ছাড়া ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার দৌড়েও এগিয়ে রয়েছেন মেসি।

শেষ দশকে মেসি আর রোনালদোই পিচিচি নিয়ে কাড়াকাড়ি করে আসছেন। ডিয়েগো ফোরল্যানের পর ২০০৮-০৯ মৌসুমে সেই ধারা ভেঙেছিলেন লুইস সুয়ারেজ।