স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সম্ভবত আর কোনো ম্যাচ খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে। বুধবার দুবাইতে চলমান পিএসএলের ম্যাচে সাকিব আল হাসানের দল করাচি কিংসের বিপক্ষেও খেলেননি তামিম। আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষেও ব্যাট হাতে দেখা যায়নি বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনারকে। এরই মধ্যে তামিমের দল পেশোয়ার জালমির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তামিম বৃহস্পতিবার ঢাকায় ফিরে শুক্রবার আবার ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্তান-সম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই ব্যাংকক যাচ্ছেন জাতীয় দলের এই বাঁহাতি হার্ডহিটার ওপনার। পিএসএলের প্রথম আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম। এমনকি এই আসরের এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বসবে এশিয়া কাপের ১৩তম আসর। তবে বাবা হতে যাওয়ায় আসন্ন এশিয়া কাপেও খেলবেন না তামিম।