শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে অসহযোগ আন্দোলন’

‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে অসহযোগ আন্দোলন’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আগামী ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারকে সময় বেঁধে দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
এ সময়ের মধ্যে চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ১৫ মে থেকে জনসংহতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
একই সঙ্গে চুক্তিপরিপন্থি জুম্মস্বার্থবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
আজ শনিবার বেলা পৌনে ১২টায় রাজধানীর সুন্দরবন হোটেলে পার্বত্য চুক্তির ১৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সন্তু লারমা।