শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পার্কে ময়লা ফেললে জরিমানা

পার্কে ময়লা ফেললে জরিমানা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
মোশাররফ পার্কে ময়লা ফেললে জরিমানাঢাকা: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাজধানীর পার্কগুলোতে ময়লা আবর্জনা ফেললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।’
সোমবার বিকেল ৪টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ অভিযান। যারা পার্কে ঘুরতে আসে তারা যেন যত্রতত্র ময়লা না ফেলে সে ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য আমরা তিনমাস রাজধানীর পার্ক ও উদ্যানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাব। এরপরও যদি কেউ ময়লা ফেলে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০ টাকা জরিমানা করা হবে।’
এ সময় তিনি সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে যত্রতত্র ময়লা ফেললে জরিমানার দৃষ্টান্ত তুলে ধরেন।
তিনি আরো বলেন, ‘যাতে রাজধানীর পার্কাগুলো পরিষ্কার রাখা হয়। সেজন্য প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছি। মানুষ যাতে স্বাচ্ছন্দে পার্ক ও উদ্যানগুলোতে এসে বেড়াতে পারে।’
চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধি প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় সংসদের স্থপতি লুই আই কান যে নকশা করেছেন সেখানে জিয়ার সমাধির জন্য কোনো স্থান রাখা হয়নি।’
অভিযান উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মাইন উদ্দিন আব্দুল্লাহ, মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়াসহ ঊধ্বর্তন কর্মকর্তারা।