রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > পান্থপথে জঙ্গি আস্তানা ঘেরাও > বোমা বিস্ফোরণ, মুহূর্মুহ গুলি, পুলিশ আহত

পান্থপথে জঙ্গি আস্তানা ঘেরাও > বোমা বিস্ফোরণ, মুহূর্মুহ গুলি, পুলিশ আহত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের উল্টোদিকের একটি ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে পুলিশ, ডিবি পুলিশের পাশাপাশি সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

সকাল পৌনে দশটা নাগাদ ভবনের বাইরে বোমা বিস্ফোরণ ঘটে । এতে পুরো এলাকা কেপে ওঠে। তারপর গুলির শব্দ শোনা গেছে। একজন পুলিশ আহত হয়েছে। আহত পুলিশকে স্কয়ার হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৩টা থেকে ওই ভবনটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত অভিযান শুরুর খবর পাওয়া যায়নি।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘিরে রাখা ওই ভবনে নাশকতার সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সোয়াটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।