শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পানির নিচে ১৪ ঘণ্টা জীবিত দেড় বছরের শিশু

পানির নিচে ১৪ ঘণ্টা জীবিত দেড় বছরের শিশু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: গেলো শনিবারের ঘটনা। যুক্তরাষ্ট্রের ইউটাই রাজ্যে নিজেদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন মা-মেয়ে। দূর্ঘটনাকবলিত হয়ে হঠাৎ করেই ডুবে যায় সেই গাড়ি। একটু দূরেই থাকা এক ব্যক্তি কিছু একটা ঘটেছে টের পেয়ে কাছে এগিয়ে গেলেও সন্দেহজনক কিছুই দেখতে পাননি।

শনিবার দুপুরের পর একজন জেলে নদীতে অর্ধডুবন্ত অবস্থায় একটি গাড়ি দেখতে পান। গাড়িটির সামনের অংশ পানিতে ডুবে ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এসে গাড়িটি উদ্ধার করে। চালকের আসনে থাকা শিশুর মাকে মৃত অবস্থায় পাওয়া গেলেও শিশুটি ছিল তখনো জীবিত। দুর্ঘটনার ১৪ ঘণ্টার বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয় ১৮ মাস বয়সী এক শিশুকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল।
পুলিশ দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে তাঁদের ধারণা, নদীর মুখে থাকা ব্রিজে ওঠার সময় সিমেন্টের দেয়ালে ধাক্কা লেগে গাড়িটি নদীতে পড়ে যায়।