স্টাফ রিপোর্টার ॥ পাঠ্যপুস্তক উৎসব আজ। প্রতি বছর ১লা জানুয়ারি পাঠ্যপুস্তক পালিত হলেও আখেরি চাহার সোম্বা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় এবার তা পালিত হচ্ছে ২রা জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আনুষ্ঠানিকভাবে চলতি ২০১৪ সালের বিনামূলে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি গতকাল সকালে তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর পাঠ্যপুস্তক সঙ্কটের প্রেক্ষাপটে বিনামূল্যে বই বিতরণের কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। চলতি শিক্ষা বছরে প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও ভোকেশনাল শ্রেণীগুলোতে প্রায় ৩ কোটি শিক্ষার্থীর মধ্যে ২৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৯৩৮টি বই বিতরণ করা হবে। এ ছাড়া দেশের ৫১ হাজার স্কুলের প্রাক-স্কুলগামী ২ কোটির অধিক শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী দেয়া হবে। পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, বিগত কয়েক মাসে বিরোধী দলের ধ্বংসযজ্ঞের হাত থেকে মানুষ, পশু, শাকসবজি এবং গরুভর্তি ট্রাকও রেহাই পায়নি। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক পৌঁছে দিয়ে এ অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি বলেন, আমাদের গেরিলা কায়দায় কাজ করতে হয়েছে এবং স্বাধীনতার চেতনা এ কাজ সম্পন্নে উৎসাহিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি বিজয়ী দেশ। আমরা কখনও এ গৌরবের কথা ভুলে যাই না, যা আমাদের অভিযাত্রায় প্রেরণা জোগায়। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার চেয়ে বড় কিছু আর নেই। এ মূল্যবান সম্পদ কেউই চুরি করতে, ছিনিয়ে নিতে বা হাইজ্যাক করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে শিক্ষার্থীদের হাতে নোটবুক (এক ধরনের ল্যাপটপ কম্পিউটার) তুলে দেয়া হবে। এর মাধ্যমে তারা ইন্টারনেট থেকে ডিজিটাল বই নামিয়ে নিতে পারবে। শিক্ষায় তার সরকারের ব্যাপক সাফল্যের চিত্র তুলে ধরে এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সংসদ টেলিভিশনকে শিক্ষার উন্নয়নে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এইচ টি ইমাম ও ড. মশিউর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কাল রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে সকাল ১১টায় পাঠ্যপুস্তক অনুষ্ঠান উদ্বোধন করবেন।