শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ২ ঘণ্টা পর চালু

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ২ ঘণ্টা পর চালু

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

পৌষের শেষে শৈত্যপ্রবাহের মধ্যে শনিবার সকাল ৭টায় কুয়াশার কারণে নদীতে পথ হারিয়ে পাঁচটি ফেরি আটকে পড়ার পর এই রুটে নৌচলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

কুয়াশা কেটে যাওয়ায় সকাল সোয়া ৯টার দিকে ফেরিসহ নৌ চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানান বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

তিনি বলেন, “আটকে পড়া ফেরি পাঁচটি গন্তব্যে পৌঁছেছে। ফেরি চলাচল স্বাভাবিক আছে।”

দুই ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে গাড়ির লাইন জমলেও পারাপার শুরু হওয়ায় এখন তাও নেই বলে জানান শফিক।

বরিশাল, ফরিদপুর ও খুলনা অঞ্চলের গাড়িগুলো ঢাকায় আসা-যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া পথটি ব্যবহার করে থাকে।