শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পাকিস্থানী খেলোয়াররা বাংলাদেশে আসবেন না

পাকিস্থানী খেলোয়াররা বাংলাদেশে আসবেন না

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক॥ পাকিস্থানী খেলোয়াররা বাংলাদেশে আসবেন না। ‘নাম প্রকাশে অনিচ্ছুক কোনো সূত্রের উদ্ধৃতি এন্ডোর্স করে না বিসিবি। সে রকম একটি মাধ্যমের বরাতে প্রকাশিত খবরের ব্যাপারেও তাই কোনো মন্তব্য করা সমীচীন হবে বলে মনে করছি না’, পাকিস্তান থেকে ছড়িয়ে পড়া খবরের প্রতিক্রিয়ায় গতকাল সন্ধ্যায় বলছিলেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বার্তা সংস্থা পিটিআই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি ‘সূত্র’ থেকে জেনেছে যে, উদ্ভূত পরিস্থিতিতে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় বড় দুটি টুর্নামেন্টে দল নাও পাঠাতে পারে পাকিস্তান।

দুই বছর আগে আইসিসি সহসভাপতি পদে নির্বাচন এবং শেষ মুহূর্তে সফর বাতিলের ঘটনার পর থেকে বিসিবির ওপর ক্ষুব্ধ পিসিবি। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে যোগ দেয় দেশটির সংসদও। তাতে বোধগম্য যে, এশিয়া কাপ ও আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিকে ঘিরে পাকিস্তানের আগাম এ ‘সতর্কতার’ পেছনে ঘটনাপ্রবাহের যোগ রয়েছে। পিটিআইয়ের প্রতিবেদন মতে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নিজেরা সিদ্ধান্ত নেওয়ার আগে দেখি আইসিসি কী পদক্ষেপ নেয়। ভেন্যু পরিবর্তন হলে সেটা জানুয়ারিতেই স্পষ্ট হয়ে যাবে। আর আইসিসি ভেন্যু পরিবর্তন করলে এশিয়া কাপও অন্যত্র চলে যাবে।’

আইসিসি কিংবা এসিসি থেকে ভেন্যু পরিবর্তনের কোনো ইঙ্গিত পাননি বলেই কাল জানিয়েছেন নিজাম উদ্দিন, ‘ওই দুটি সংস্থা থেকে ভেন্যু পরিবর্তনের ব্যাপারে আমাদের কিছু বলা হয়নি। বরং সব কাজ চলছে আগের মতোই। এশিয়া কাপ কিংবা টি-টোয়েন্টির মতো টুর্নামেন্ট আয়োজন বিশাল ব্যাপার, অনেক কাজ। আমি নিশ্চিত করে বলতে চাই, সেসব কাজ ঘড়ি ধরেই করে যাচ্ছে আইসিসি এবং এসিসি।’