অনলাইন ডেস্ক ॥
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ দুই দিনের সফরে মঙ্গলবার পাকিস্তানে এসেছেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করবেন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবরে এমন তথ্য মিলেছে।
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি দলও জাভেদ জারিফের সঙ্গে রয়েছে।
প্রতিনিধি দলে আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ দূত মোহাম্মদ ইব্রাহীম তাহেরিয়াও আছেন বলে ইরানি কর্মকর্তারা দাবি করছেন। দায়িত্ব নেয়ার পর এটাই হবে তার প্রথম প্রতিবেশী দেশটিতে সফর।
গত সোমবার জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেবোরাহ রিয়নসের সঙ্গে আলাপকালে কয়েক মাস ধরে আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাহেরিয়া।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আঞ্চলিক রাজনীতি-কূটনীতিতে নতুন মেরুকরণের আভাস মিলছে।
কারণ, তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পর্যালোচনা করতে চান। এমন প্রেক্ষাপটে পাকিস্তান সফর করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।