শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > পাকিস্তানের নাম নেয়া শিশুদের টুথপেস্ট দিয়ে মুখ ধুতে বললেন জাফর ইকবাল

পাকিস্তানের নাম নেয়া শিশুদের টুথপেস্ট দিয়ে মুখ ধুতে বললেন জাফর ইকবাল

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
যে দেশটির বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সে দেশটির নামও মুখে নিতে ইচ্ছুক নন অধ্যাপক জাফর ইকবাল।

বিশেষকরে আজকের শিশুরা যেন পাকিস্তানের নাম মুখে না আনে সে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ‘মুক্তির উৎসব’ নামে এক অনুষ্ঠানে শিশুরা পাকিস্তানের নাম উচ্চারণ করলে এসব কথা বলেন ড. জাফর ইকবাল।

কোমলমতি শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা পাকিস্তানের নামও মুখে নিও না। আর নিয়ে ফেললে মুখ টুথপেস্ট দিয়ে ধুয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে জাফর ইকবাল শিশুদের প্রশ্ন করেন, প্রশ্ন নং ১ – আমাদের দেশের নাম কী? ছোটরা জবাব দেয় ‘বাংলাদেশ’।

জাফর ইকবাল মন্তব্য করেন, ‘পাস, সবাই পাস করেছ। এখন যদি আমি তোমাদের বলি যে একটা মানুষের নাম বল, যে মানুষটার জন্ম না হলে আমাদের বাংলাদেশ হতো না।’

জবাবে সব শিশু-কিশোর বলে, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

জাফর ইকবাল বলেন, ‘পাস, সবাই পাস। বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো, তাহলে আমাদের বাংলাদেশ হত না। মনে রেখো, তিনি সবাইকে একত্র করেছিলেন, সবাইকে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন।’

এরপর তিনি বলেন, ‘এবার বল, আমাদের দেশ কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল?’ ছোটরা উত্তর দেয়, ‘পাকিস্তান।’

উত্তর শোনার পর জাফর ইকবাল বললেন, ‘আমি এই দেশটার নামও মুখে নিতে চাই না। তোমরা সবাই বাসায় গিয়ে টুথপেস্ট দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবে, যেহেতু এই দেশের নামটা মুখে নিয়েছ। ঠিক আছে?’