শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > পাকিস্তানের কোচ হওয়ার যোগ্যতা নেই আর্থারের: শোয়েব আখতার

পাকিস্তানের কোচ হওয়ার যোগ্যতা নেই আর্থারের: শোয়েব আখতার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
সময়টা বড্ড খারাপ যাচ্ছে পাকিস্তানের। ওয়ানডে-টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচেও নেই দলটি। যা একটু সাফল্য টি-টোয়েন্টিতে। দলের এমন সাম্প্রতিক পারফরম্যান্সে কোচ মিকি আর্থারের ওপর বেজায় চটেছেন শোয়েব আখতার। তার মতে, পাকিস্তানের কোচ হওয়ার যোগ্যতা নেই আর্থারের।

সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। শোয়েব কথা বলেছেন এ সিরিজের চতুর্থ ওয়ানডে আমলে নিয়ে। ওই ম্যাচে আবিদ আলী ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরির পরও দল জিততে পারেনি। অথচ পুঁচকে দল হলেও সেই পরিস্থিতিতে ম্যাচ জিতত বলে মনে করেন তিনি।

শোয়েব বলেন, সত্যি বলতে কি, মিকি আর্থারের পাকিস্তানের কোচ হওয়ার যোগ্যতাই নেই। দীর্ঘদিন ধরে আমি বলে আসছি-সরফরাজ আহমেদের উচিত, আর্থারের কাছ থেকে সব নিয়ন্ত্রণ নিয়ে নেয়া। অথবা তাকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেয়া। অধিনায়কত্ব এভাবেই করতে হয়। ইমরান খানের মতো অধিনায়কেরা এভাবেই প্রতিকূলতার বিপক্ষে লড়াই করেছেন।

পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেন, আমরা খেলোয়াড়েরা সবসময় দাবার গুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছি। মূল বিষয় নিয়ে কেউ কথা বলে না, চায়ও না। সমাধানও কেউ করছে না। পিসিবিতে যোগ্যতাসম্পন্ন কেউ আসছে না কেন? প্রশ্ন ছুড়ে দেন সর্বকালের দ্রুততম গতির বোলার।