সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পাকিস্তানকে কাঁদানো উইকেটেই ভারত বধ!

পাকিস্তানকে কাঁদানো উইকেটেই ভারত বধ!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ পাকিস্তান আর ভারত সিরিজের কী অদ্ভূত মিল! তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছিল ৭৯ রানে। ভারতকেও হারাল ঠিক একই ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ করেছিল ৩২৯ রান। আর পাকিস্তান অলআউট হয়েছিল ২৫০ রানে। ভারতের বিপক্ষে বাংলাদেশের রান ৩০৭। ধোনিরা অলআউট ২২৮ রানে।

হিসেব বলছে, তাহলে আজই ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ! পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারিয়েছিল ৭ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচে আজহার আলির দলকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করে। পাকিস্তানের করা ২৩৯ রানের জবাবে মাত্র ৩৮.১ ওভার খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফির দল।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছিল পাকিস্তান। টস জিতেই তারা ব্যাটিং বেছে নিয়েছিল। এবারও ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি দেশটির সাবেক ক্রিকেটারদের পরামর্শ, টস জিতলেই ব্যাটিং নাও এবং রান বন্যায় ভাসিয়ে দাও বাংলাদেশকে।

ধরা যাক, টস জিতলেন ধোনিই এবং প্রথমে ব্যাটও বেছে নিলেন। কিন্তু তাতেও কি আতঙ্ক কোন অংশে কমছে একটুও! বরং, আতঙ্ক না কমে যেন আরও বাড়ছেই। এক অজানা শঙ্কায়। কারণ, মিরপুরের যে উইকেটে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ সে উইকেট নিয়েই শঙ্কার শেষ নেই ভারতীয়দের।

পাকিস্তানের বিপক্ষে যে উইকেটে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই একই উইকেটে আজ ভারতকেও স্বাগত জানাতে প্রস্তুত মাশরাফিরা। মিরপুরের ৫ নাম্বার উইকেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডে। এই উইকেটেই পাকিস্তানকে কাঁদিয়েছিল বাংলাদেশ। সিরিজও নিশ্চিত হয়েছিল এই উইকেট থেকে। তবে কি আজও একই পরিণতির অপেক্ষায় ভারত। অজানা শঙ্কায় কাঁপছে ভারতীয় শিবিরই।