রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > বিনোদন > পাইরেসির শিকার হলো ‘রাজনীতি’

পাইরেসির শিকার হলো ‘রাজনীতি’

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ঈদের ছবি ‘রাজনীতি’ পাইরেসির শিকার হয়েছে। ছবিটির ক্যামেরা প্রিন্ট এখন দেখা যাচ্ছে ইউটিউবে। ধারণা করা হচ্ছে, ছবিটি কোনো প্রেক্ষাগৃহ থেকে ধারণ করা হয়েছে। আর এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়েছেন ছবির নায়িকা অপু বিশ্বাস ও পরিচালক বুলবুল বিশ্বাস।

অপু বলেন, ‘একটি সিনেমা শুরু থেকে প্রেক্ষাগৃহে যাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়। অনেক ত্যাগ শিকার করতে হয়। এরপর যখন শুনি, কোনো মহল পাইরেসি করে সিনেমাটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছে, তখন কী বলে এর ধিক্কার জানাব, সেই ভাষা খুঁজে পাই না। তাদের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই।’

বুলবুল বিশ্বাস বলেন, ‘পাইরেসি ঘৃণ্য অপরাধ। মুক্তির আগে আমরা কিন্তু সিনেমার পাইরেসি রোধের ফি জমা দিয়েছি। কঠোর আইন থাকার পরও কীভাবে পাইরেসি হয়, বুঝতে পারছি না। তাহলে আইন থাকার দরকার কী?’

প্রথম সপ্তাহে ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এখন ছবিটি সারা দেশে শ’খানেক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এবার ঈদে দেশীয় প্রযোজনায় নির্মিত একমাত্র ছবি ছিল ‘রাজনীতি’। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবির সাথে পাল্লা দিয়ে টিকে আছে ছবিটি। আর শুরু থেকেই ছবিটির ব্যাপারে দর্শকের দারুণ আগ্রহ লক্ষ্য করা গেছে।