শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ

পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ

শেয়ার করুন

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এ পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক। আরও উপস্থিত ছিলেন পলাশ সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস, পরিচালনা কমিটির সদস্য জগদীশ দেবনাথ, আমিনুল ইসলাম গাজী ও চিত্তরঞ্জন সরকার প্রমুখ।

বই বিতরণকালে প্রধান অতিথি সৈয়দ জাবেদ হোসেন বলেন, শিক্ষা সরকারের দয়া নয়, মানুষের অধিকার। নতুন বছরের শুরুতেই আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছি এর চেয়ে আনন্দের কিছু নেই। এমন এক সময় ছিল যখন বছরের মাঝামাঝি পর্যন্তও শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাত না। আওয়ামী লীগ সরকার সেই দৃশ্যপট পরিবর্তন করেছে।