বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পলাশ ঘোড়াশালে চাঁন মিয়া ডিজিটাল স্কুলের উদ্বোধন

পলাশ ঘোড়াশালে চাঁন মিয়া ডিজিটাল স্কুলের উদ্বোধন

শেয়ার করুন

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশের ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামে চাঁন মিয়া ডিজিটাল স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্কুলের মূল ফটকে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস, এম শফি।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ বাচ্চু মিয়া, চাঁন মিয়া ডিজিটাল স্কুলের প্রতিষ্ঠাতা নূর আলম, প্রধান শিক্ষক মোঃ আল আমিন, সহকারী শিক্ষক শুভ ঘোষ, আসাদুজ্জামান মারুফ, ছনিয়া আক্তার, সেতু আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক মোঃ আল-আমিন মিয়া জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করাই আমাদের মূল লক্ষ্য। আশা করি উপজেলা ও পৌর এলাকার শিক্ষার্থীদের এ স্কুলে ভর্তি করতে তাদের অভিভাবকরা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলবে।