শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পলাশে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা শুরু

পলাশে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা শুরু

শেয়ার করুন

বাইজিদ আহাম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা”এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বরে ৪দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা আজ সোমবার থেকে শুরু হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে সারা দেশে ৩০ লাখ চারা বিতরণের আওতায় পলাশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।