শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পলাশে ৪৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

পলাশে ৪৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

শেয়ার করুন

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নরসিংদীর পলাশ উপজেলার ৪৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে এ ধান বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এ বীজ তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা কৃষি অফিসার আবু নাদির এস এ সিদ্দিকী প্রমুখ।