শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পলাশে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর দাফন সম্পূর্ণ

পলাশে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর দাফন সম্পূর্ণ

শেয়ার করুন

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর ভূইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উত্তর চন্দন মধ্যপাড়া বায়তুল মোকারম সামাজিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ গত শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীন এই মুক্তিযোদ্ধার দাফনের আগে রাষ্ট্রের পক্ষ থেকে কবরস্থানের পাশে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় পলাশ উপজেলার নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পিএএ, পুলিশ কর্মকর্তা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্টু, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, জিনারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার খোরশেদ আলম সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।