শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > পলাশে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালন

পলাশে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালন

শেয়ার করুন

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশে ভগবান শ্রী কৃষ্ণের জম্মদিন উদযাপন উপলক্ষে শুভ জন্মাষ্টমী নানা আয়োজনের মধ্যেদিয়ে পালন করেছে সনাতন ধর্মালম্বীরা। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দর‌্যালী, শ্রীকৃষ্ণের লীলা কীর্তন ও যজ্ঞানুষ্ঠান।

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পলাশ শাখার উদ্যোগে উপজেলার প্রধান সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পলাশ বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পূজা, পরিষদ পলাশ শাখার সভাপতি কার্তিক গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশের সাবেক সাংসদ ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর পরিচালক কামরুল আশরাফ খান পোটন। আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা যুবলীগের সভাপতি আল মুজাহিদ হোসেন তুষাঢ়, ঘোড়াশাল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিত দাস, পলাশ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল দে, সাধারণ সম্পাদক বরুন দাস, ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন প্রমুখ।

এছাড়াও পলাশের ঘোড়াশাল পৌর এলাকাসহ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বিভিন্ন মন্দিরের ব্যনারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দর‌্যালী বের করা হয়।