বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: প্রাণের ক্যাম্পাস প্রিয় সহপাঠীদের সাথে আবারও হবে দেখা। তাইতো ভোরের সূর্য উদয়ের সাথে বিদ্যালয়ে ছুটেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। বহুদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা সবাই। আরেকটিবার ‘আয়রে শখা আয় প্রাণের মাঝে আয়’ এ আহ্বানে (২৭ ও ২৮ ডিসেম্বর) দুই দিনব্যাপী নরসিংদী জেলার পলাশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠের সুর্বণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিগত ৫০ বছরে এ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। শিক্ষার্থীরা বহুদিন পরে একে অপরকে পেয়ে যেন স্কুল জীবনের স্মৃতি বিনিময়ে ব্যস্ত ছিল। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে নেচে গেয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান উদযাপন করেন। বয়সের ভারে ন্যুজ্ব শিক্ষার্থীদের সাথে প্রবীণ শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণ ফিরে পায়।
সুর্বণ জয়ন্তী অনুষ্ঠানের প্রথম দিন জনতা জুট মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক গোলাম সারোয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বিশেষ অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
দ্বিতীয় দিন ৭৮’ ব্যাচ এর প্রাক্তন ছাত্র আবুল বায়েছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনতা জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, বিশেষ অতিথি নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ ও উক্ত মিলের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন।
দিন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সুবর্ণ অনুষ্ঠানের সমাপ্তি হয়।