শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পলাশের ডাংগায় ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

পলাশের ডাংগায় ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

শেয়ার করুন


নরসিংদী প্রতিনিধিঃ
পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত ৪ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৯৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ৪ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ৬১৩ টাকা ও উদ্ধৃত্ত রয়েছে ৫ লাখ ২৭ হাজার ৩৩৭ টাকা।
রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারবে উল-হাই এ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
ডাংগা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী সরকারসহ অন্যান্যা বীর মুক্তিযোদ্ধা, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম বাবুল, ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাহার খন্দকার, ডাংগা উচ্চ বিদায়লয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ছিদ্দিক নয়ন, সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন, সংরক্ষিত নারী সদস্য রাশিদা বকুল, রাবেয়া আক্তার, আমেনা বেগম, ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন, মোঃ রেজাউল করিম টিটু, মোঃ আফজাল হোসেন, আবদুল আজিজ লাল মিয়া, মোঃ সাইফুল ইসলাম রতন, মোঃ সালাউদ্দিন, বেলায়েত হোসেন, মোঃ বদল মিয়া, মোঃ আবুল বাশার ও ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিমসহ বিভিন্ন পেশাও শ্রেণীর লোকজন।