শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পলাতক যুদ্ধাপরাধীদের ফেরত আনার উদ্যোগ নিচ্ছে সরকার

পলাতক যুদ্ধাপরাধীদের ফেরত আনার উদ্যোগ নিচ্ছে সরকার

শেয়ার করুন

ঢাকা: বিদেশে পলাতক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ফেরত আনতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। এ ব্যাপারে খুব শিগগিরই আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা শুরু করা হবে।

বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এ খবর জানিয়েছে।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চৌধুরী মাঈনুদ্দিন ও মো. আশরাফুজ্জামান খান ওরফে নায়েব আলীর অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। জানা গেছে, মাঈনুদ্দিন যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র পিটিআইকে জানিয়েছেন, আমরা জানি তাদের একজন (মাঈনুদ্দিন) যুক্তরাজ্যে এবং অন্যজন যুক্তরাষ্ট্রে (আশরাফুজ্জামান) অবস্থান করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে তাদেরকে দেশে ফেরত আনতে আমরা সবকিছু করবো।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে অবস্থানরত মাঈনুদ্দিন ট্রাইব্যুনাল নিয়ে কটূক্তি করার পর সরকার নিজের অবস্থান জানালো।