বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই দেশে কাজ করছে ২৫ লাখ নির্মাণ শ্রমিক

পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই দেশে কাজ করছে ২৫ লাখ নির্মাণ শ্রমিক

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে কর্মস্থলে প্রতিনিয়তই দুর্ঘটনার স্বীকার হচ্ছেন শ্রমিকরা। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে নির্মাণ খাতে। তবু জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে লাখ লাখ শ্রমজীবী মানুষের। দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে জনসচেতনতার উপর গুরুত্ব দেয়া হচ্ছে। আর শ্রমিক সংগঠনগুলো জোর দিচ্ছেন শ্রম আইন প্রয়োগে কঠোর হওয়ার ওপর।

এ যেন প্রতিনিয়তই মৃত্যুকে চ্যালেঞ্জ করা। দুর্ঘটনার আশংকা আর মৃত্যুর ঝুঁকি এখানে বরাবরই উপেক্ষিত। এভাবেই সারা দেশে কাজ করে যাচ্ছে ২৫ লক্ষাধিক নির্মাণ শ্রমিক। অধিকাংশ ক্ষেত্রে তাদের কর্মস্থলে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ এর সব শেষ হিসেব অনুযায়ী ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত ১৫টি শ্রম খাতে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দুর্ঘটনায় মারা গেছেন ৬২৮৭ জন শ্রমিক। আহত হয়েছেন ১০০৪১ জন। আর শুধুমাত্র নির্মাণ খাতেই মারা যাওয়া শ্রমিকের সংখ্যা ৭২২ জন। আহত হয়েছেন ৫৪৫ জন। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা অভাবের কথা স্বীকার করা হলেও এর প্রতিকারে আপাতত জনসচেতনতার উপর জোর দিচ্ছেন তারা।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘আমরা এটা লক্ষ করেছি যে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করার সময় অনেক ক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার জন্য যেসব উপকরণ ব্যবহার করা উচিত সেগুলো করা হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।’

নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারাসমূহ প্রয়োগের দাবী বেসরকারি পক্ষের।

বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন বলেন, ‘আইনটি বাস্তবায়ন করার জন্য মালিককে দায়িত্বপ্রাপ্ত হতে হবে। আর মালিক দায়িত্ব পালন করছে কিনা সেটা দেখার জন্য শ্রম অধিদপ্তরকে সক্রিয় হতে হবে।’

এই লক্ষ লক্ষ ইমারত আর সভ্যতা বিনির্মাণের কারিগরদের মানবাধিকার অক্ষুণ্ণ রাখতে তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করার দাবী সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর।

সূত্র : সময় টিভি