স্টাফ রিপোর্টার ॥
পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। এতে বাস শূন্য হয়ে পড়েছে রাজধানী। ভোগান্তীতে পড়েছে অফিস-আদলতগামী সাধারণ মানুষ। বিপাকে পড়তে হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের।
রাজধানীবাসী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে অনেকেই বাধ্য হয়ে পিকআপ ভ্যানে ছুঁটছে। বিকল্প যানবাহন হিসেবে পিকআপ ভ্যান অপর্যাপ্ত থাকায় অনেকেই আবার হেঁটে হেঁটেই কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
অন্যদিকে মৃত্যুদন্ড প্রাপ্ত পরিবহন শ্রমিকের মুক্তি না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন আদালত। এর প্রতিবাদে গত রোববার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকেরা। এরপর ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার এক চালকের মৃত্যুদন্ডাদেশ দেন আদালত। এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে পরিবহনশ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।