শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > পরিবহনখাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে : ওবায়দুল কাদের

পরিবহনখাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে : ওবায়দুল কাদের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধে আজ রোববার সকাল থেকেই অভিযান চলছে। সড়কে শৃঙ্খলা না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে রোববার (১৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় এ অভিযান পরিদর্শন করছিলেন তিনি। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে এ অভিযান শুরু হয়েছে। এটা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত চলবে। আইনের মাধ্যমেই পরিবহন খাতের বিশৃঙ্খলা সমাধান করে শৃঙ্খলা আনা হবে। এখানে কাউকে কোনো ছাড়া দেওয়া হবে না।

‘সিটিং’ সার্ভিস বন্ধের ফলে যাত্রী হয়রানির আশঙ্কা আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলে, নিয়মের মধ্যে সবাই এলে কোনো সমস্যাই হবে না। যাত্রীদের ভোগান্তি রোধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। মানুষের ভোগান্তি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কাজ করবো।

সাতরাস্তা মোড়ে সকাল ৮টা থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে বাম্পার অপসারণের কাজ শুরু হয়। এ সময় কিছু গাড়ি চালককে অনিয়মের দায়ে জরিমানাও করা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজে উপস্থিত থেকে বেশ কয়েকটি ট্রাকের বাম্পার অপসারণ করান। পুরো অভিযানের কার্যক্রমও পরিদর্শন করেন ওবায়দুল কাদের। বি আরটিএ’কে অভিযানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়েও তাগিদ দেন তিনি।