বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > পররাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বাংলাদেশে অবস্থানকালীন সময়ের সাফল্য কামনা এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আফগানিস্তানের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে তার সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। এ সময় তিনি বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক আমদানি এবং আফগানিস্তানে বাংলাদেশী বিনিয়োগের ব্যাপারে তার সরকারের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে আফগানিস্তানের সাম্প্রতিক নির্বাচনের বিষয়েও আলোচনা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।