শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে চাই

পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে চাই

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনের জন্যই জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেই সঙ্গে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, যে কোন ধরনের ভুল পররাষ্ট্রনীতির জন্য মন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। শনিবার ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে পরিচয় করিয়ে দেয়ার সময় প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, বিশ্বশক্তিগুলোর কাছাকাছি পৌঁছাতে সরকার এ কৌশল সমন্বয় করবে। তবে তিনি বলেছেন, ইরানের নীতিগত বিষয়ে কোন পরিবর্তন আনা হবে না। তিনি বলেন, স্লোগান দেয়া বা হাততালি পাবার জন্য পররাষ্ট্রনীতি ব্যবহারের কোন অধিকার আমাদের নেই। পররাষ্ট্রনীতি এমন কোন বিষয় নয়, যেখানে মনোযোগ না দিয়ে কেউ কথা বলতে পারেন বা কোন স্থানে অবস্থান করতে পারেন। রুহানি বহির্বিশ্বের সঙ্গে টানাপোড়েন দূর করতে সহনশীল নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভুল করলে দেশের জনগণকে মূল্য দিতে হয় এবং সে কারণেই কর্মকর্তাদের ভুলের দায় নিতে হবে। তিনি আরও বলেন, পররাষ্ট্রনীতি হচ্ছে খুবই সংবেদনশীল একটি বিষয় এবং এটা দেশের সমস্যা সমাধানে মৌলিক ভূমিকা পালন করে। গত জুনের নির্বাচনী প্রচারণার সময় হাসান রুহানি বলেছিলেন, তিনি নির্বাচিত হতে পারলে ইরানের পররাষ্ট্রনীতি পর্যালোচনা করে দেখা হবে। তবে তিনি তখন আরও বলেছিলেন, মূলনীতি পরিবর্তন করা হবে না। শুধুমাত্র কৌশল ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা হবে।